বঙ্গনিউজবিডি ডেস্ক : নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সোমবার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন। নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।
নৌপ্রধানের কার্যালয়ে কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।