ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা তেলঘাট এলাকায় যাত্রীবাহী একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওয়াটার বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
রাত ১০টার দিকে একজন নারীকে (২৫) জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তার নাম জানায়নি ফায়ার সার্ভিস।
সংস্থাটি জানিয়েছে, রাত আটটা ১৫ মিনিটে কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তেলঘাট এলাকায় একটি যাত্রীবাহী ওয়াটার বাস যাত্রীসহ ডুবে যায়। এটি উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুইটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে।
ফায়ার সার্ভিস বলছে, এটি (ওয়াটার বাস) নদীর তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত পাওয়া যায়নি।
এইমাত্র একজন নারীকে (২৩-২৫) ফায়ার সার্ভিসের ডুবুরি কর্তৃক জীবিত উদ্ধার করা হয়েছে।আরও ২ জন নারী ২ জন পুরুষ জীবিত উদ্ধার।