বঙ্গনিউজবিডি রিপোর্ট : রাজধানীর পল্লবীর ‘ডিওএইচএস’ এলাকাই ‘পল্লবী ফায়ার স্টেশন’র উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল
এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (৬ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে তিনি নবনির্মিত ওই ফায়ার স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান বলেন, ফায়ার সার্ভিসের পেশা অত্যন্ত মহৎ একটি কাজ। দেশের যেখানেই যখন অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটছে তারা সেখানেই আন্তরিকভাবে কাজ করছে। সেনাবাহিনী প্রধান হিসেবে প্রথমবারের মতো ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।