1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত অ্যাপভিত্তিক ‘ফরেক্স ট্রেডিং’: শাকিব উদ্দিনের ডিজিটাল ফাঁদে নিঃস্ব হাজারো মানুষ, পাচার হচ্ছে হাজার কোটি টাকা স্পিনিং শিল্প রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান—সরকারের কাছে সাত দফা দাবি কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ

রাসূল (সাঃ) কে নিয়ে কটূক্তি : একমাত্র বাংলাদেশই নীরব : দুদু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে বিজেপি’র দুই নেতা কটূক্তি করেছেন। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এ কটূক্তির প্রতিবাদ জানালেও একমাত্র বাংলাদেশ নীরব। বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে।

শনিবার (১১ জুন) শুজাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত ‘প্রতিবাদ’ সমাবেশে তিনি এ কথা বলেন। ভারতের বিজেপি নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

দুদু বলেন, এই সরকার মানুষকে খাওয়াতে পারে না। চালের দাম, তেলের দাম এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম হু-হু করে বাড়ছে না। এটা কল্পনা করা মুশকিল। সরকার দম্ভ করে বলছে এই বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে। ব্যবসা বান্ধব বাজেট।

তিনি বলেন, তাহলে আমরা কারা? এদেশের সাধারণ জনগণ, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তারা কারা? এই সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না। গুম, খুন-ধর্ষণ হচ্ছে এর বিচার মানুষ পাচ্ছে না। সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছেন। সরকার এখন পর্যন্ত যে মামলা দিয়েছে, সেই মামলায় মালিকপক্ষের কারো নামে নাই। দেশে চাকরি সঙ্কট, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কল্পনাও করা যায় না।

দুদু বলেন, নবী করিম (সাঃ) কে নিয়ে যে কটূক্তি করেছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে আপনাদের প্রতিবাদ জানাতে হবে। আর যদি প্রতিবাদ জানাতে না পারেন তাহলে গণভবন থেকে পদত্যাগ করে ভালোই ভালোই বাড়ি ফিরে যান।

আমরা সম্প্রদায়িক না। ৯০ ভাগ মুসলমানের দেশ হলেও সকল ধর্মের লোকদের নিয়েই আমরা চলি। অন্য ধর্মের লোকেরা এর প্রতিবাদ জানালো সরকার একটি টু শব্দও করে নাই। এইজন্যে প্রতিবাদ করুন না হয় সরে যান। বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে।

তিনি বলেন, আমরা জানতাম ভারতের মানুষ লেখাপড়া জানে, আমরা জানতাম আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু এদের মধ্যে যে কিছু কুলাঙ্গার আছে এটা জানতাম না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিনীকে নিয়ে যে কটুক্তি করেছে তার নিন্দা ও ঘৃণা জানাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি’র পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপি’র সেই নেতাকে বহিষ্কার করার পরে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সেই কুলাঙ্গারদের বহিষ্কার হয়েছে। কিন্তু তাদের জেলে থাকার কথা। ওদের বিচার করা উচিত, আমরা বিচার দাবি করছি।

নেতাকর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, তৈরি থাকতে হবে। নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না এই সরকার।

বিএনপি’র নেতাকর্মীদের টাকা দিয়ে তিনি চিকিৎসা নেবেন সেও সুযোগও দিচ্ছেন না। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেইজন্যে তৈরি থাকতে হবে। এই জালিম সরকারকে পতন করতে না পারলে মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদ জিয়াউর রহমানের প্রতি, এই দেশের প্রতি শ্রদ্ধা জানানো হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com