1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন *ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স * অবিস্মরণীয় ৬ ডিসেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের ফেনী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু ❝ধানের শীষ❞–এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে দাউদকান্দিতে উঠান বৈঠক কৃত্রিম সংকটে এক লাফে কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম তৃতীয়বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

দীর্ঘ ১০ বছর পুরুষের বেশ ধরে তালেবানদের বোকা বানিয়েছেন যে নারী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেশ কয়েক বছর আগের কথা। আফগানিস্তান তখন তালেবানদের দখলে। ওই শাসনামলে মেয়েদের উপার্জন তো দূরের কথা, অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হওয়াও নিষেধ ছিল। কিন্তু সেই সময়ে তালেবানদের চোখে ধূলো দিয়ে টানা দশ বছর ধরে পুরুষের বেশে কাজ করেছেন এক আফগান নারী।

তার নাম নাদিয়া গুলাম। বর্তমানে তিনি স্পেনের কাতালনিয়ায় শরণার্থী হিসেবে থাকছেন। তার এই বেঁচে থাকার লড়াইকে তিনি ফুটিয়ে তুলেছেন নিজের লেখনীতে।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নাদিয়ার জন্ম ১৯৮৫ সালে আফগানিস্তানে। দেশটির প্রতিটি নারীর মতো তিনিও হয়েছিলেন নিষ্ঠুর গৃহযুদ্ধ, ক্ষুধা এবং তালেবান শাসনের শিকার। কিন্তু তিনি হার মানেননি।

আফগানিস্তানে তালেবানের শাসনের চরম সময়েও পরিবারের হাল ধরতে পিছুপা হননি নাদিয়া। প্রায় ১০ বছর ধরে পুরুষ সেজে তালেবানদের বোকা বানিয়েছেন তিনি। নিজের মৃত ভাইয়ের নাম, পরিচয়ে কাজ করতেন তিনি। সেই বেশেই রোজ কাজে যেতেন নাদিয়া।

২০০৬ সালে বোমা হামলায় গুরুতর আহত হন নাদিয়া। সেই সময়েই এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চিকিৎসার জন্য তাকে স্পেনে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই স্পেনে থাকেন তিনি।

স্পেনে থাকাকালীনই নাদিয়া নিজের জীবনের লড়াইয়ের কাহিনী তুলে ধরেন লেখনীতে। তার লেখা বই, ‘দ্য সিক্রেট অফ মাই টারবান’ গোটা বিশ্বে তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। বইটি লিখতে তাকে সহযোগিতা করেছেন সাংবাদিক অ্যাগনেস রটগের।

২০১০ সালে নাদিয়া এই বইয়ের জন্য বিখ্যাত প্রুডেন্সি বার্ট্রানা খেতাব লাভ করেন। এরপর আফগানিস্তান সংক্রান্ত বহু তথ্যচিত্রেই তাকে দেখা গিয়েছে। বিগত ১৫ বছর ধরে তিনি বারবার সাবধান করে বলেছেন, তালেবানরা আফগানিস্তান ছেড়ে যায়নি। যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে যে তালেবানরা নেই। কিন্তু সেটা একটা বড়সড় মিথ্যা।

তার কথাই সত্যি বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র একটু সরে যেতে ফিরে এসেছে তালেবানরা। গোটা আফগানিস্তানের এখন তাদের নিয়ন্ত্রণে।

নাদিয়ার মতে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য আন্তর্জাতিক শক্তিগুলো আফগানিস্তানে বছরের পর বছর থেকেছে। এ সময়টায় তারা অস্ত্রের জোগান বাড়িয়েছে, দুর্নীতিগ্রস্ত সরকারদের সমর্থন করেছে আর এখন সেই দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা বেইমানি বললেও কম বলা হয়।

বর্তমানে বার্সেলোনার ‘ব্রিজেস ফর পিস অ্যাসোসিয়েশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com