বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো আলোচনায় গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ–রাশিয়া সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।