1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: চাঁদা না পেয়ে গ্যারেজ ব্যবসায়ীর ওপর হামলা, লুটপাটে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা যমুনায় সৌজন্য সাক্ষাৎ: রাজনীতির সংলাপে নতুন মাত্রা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার তারেক রহমান–হাজী ইয়াছিন বৈঠক: কুমিল্লা দক্ষিণে নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব পেলেন ইয়াছিন কৃষি ও পরিবেশে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি: এআইপি মতিন সৈকত পেলেন ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ও ফেলোশিপ পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়া, ইসির ব্যাখ্যা দাবি বিএনপির ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা: ছাত্ররাজনীতিকে রাষ্ট্রনায়ক তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে হবে — ড. খন্দকার মারুফ হোসেন রাজনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তে যমুনায় মুখোমুখি ইউনূস–তারেক জনমানুষের হৃদয়ই রাজনীতির প্রকৃত শক্তি

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. — বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য World Defense Show-এ বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব কেবল কূটনৈতিকভাবে নয়, আবেগ ও বিশ্বাসের বন্ধনে আবদ্ধ দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। পবিত্র দুই নগরীর দেশ হিসেবে সৌদি আরব যেমন বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে, তেমনি প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থানের দেশ হিসেবেও সৌদি আরব বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি সৌদি আরবে বাংলাদেশ থেকে আরও অধিক জনশক্তি আমদানির আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে।
রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং দেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। প্রক্রিয়াটি দ্রুত করতে বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে মিশনে জমা পড়া আবেদনের তুলনায় এনরোলমেন্টে উপস্থিতির হার কম হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন এবং বিষয়টি সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে অবহিত করার কথা জানান।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও আইনশৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ ক্ষেত্রে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেইজ-২’সহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এ সময় রাষ্ট্রদূত আগামী ৮–১৪ ফেব্রুয়ারি ২০২৬ মেয়াদে রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী (World Defense Show)-তে অংশগ্রহণের জন্য সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তুলে দেন। উপদেষ্টা জানান, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন না; তবে উপযুক্ত প্রতিনিধি পাঠানো হবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com