এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লা-০১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক পুনর্গঠনের রূপরেখা তুলে ধরতে অনুষ্ঠিত হলো “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দাউদকান্দি উপজেলার গৌরীপুরে অবস্থিত বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “ছাত্ররাজনীতি কেবল মিছিল বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ছাত্রদলকে হতে হবে রাষ্ট্রনায়ক তৈরির কারখানা—যেখান থেকে নীতিবান, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব উঠে আসবে।” তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামে ছাত্রসমাজের ভূমিকা ঐতিহাসিক এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের প্রস্তুত হতে হবে এখনই।
তিনি বিএনপির রাষ্ট্রচিন্তা, গণতান্ত্রিক সংস্কার, আইনের শাসন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরে বলেন, “দেশ গড়ার পরিকল্পনা মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়; এটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং রাষ্ট্রকে জনমুখী করে তোলা।”
কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের ফলে রাষ্ট্রীয় কাঠামো বিপর্যস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আদর্শিক রাজনীতি, সংগঠিত ছাত্রসমাজ ও সুস্পষ্ট রাষ্ট্রদর্শনের বিকল্প নেই। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা আহ্বান জানান—সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ, জবাবদিহিমূলক ও জনসংযোগভিত্তিক করে গড়ে তুলতে।
কর্মশালায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি বিএনপির রাজনৈতিক প্রস্তুতি, সাংগঠনিক পুনর্জাগরণ এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ছাত্রসমাজের সক্রিয় ভূমিকার একটি স্পষ্ট বার্তা বহন করে।