এস এম শাহ্ জালাল সাইফুল : দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অন্তর্বর্তী সরকারের করণীয় এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসতে পারে এই বৈঠকে।
রাজনৈতিক মহলে এ সাক্ষাৎকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংলাপগুলোর একটি হিসেবে। বিশেষ করে নির্বাচনী রোডম্যাপ, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে এই বৈঠক নতুন বার্তা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময়ই তারা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা যায়।
আজকের যমুনার বৈঠক সেই আলোচনারই ধারাবাহিকতা কি না, নাকি নতুন কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত—সেদিকেই এখন সবার দৃষ্টি। রাজনীতির উত্তপ্ত সময়ে এই সাক্ষাৎ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে কতটা প্রভাব ফেলবে, তা জানতে অপেক্ষা শুধু।