বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ঢাকার শ্যামপুর থানাধীন ৫১ নম্বর ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক, শ্রদ্ধা ও রাজনৈতিক প্রত্যয়ের সম্মিলনে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রীর অবদান স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর-কদমতলী-ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চল তথা ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ইতিহাসে অনন্য। আজ দেশ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত—এই সংকট উত্তরণে দেশনেত্রীর আদর্শই আমাদের পথ দেখায়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধ। দেশনেত্রীর রাজনৈতিক দর্শন আমাদের সংগ্রামের প্রেরণা।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দোয়া মাহফিল শেষে মরহুমা দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক দমন-পীড়নের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং তা ছিল বিএনপির রাজনৈতিক ঐক্য, আদর্শিক দৃঢ়তা এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকার এক স্পষ্ট বার্তা।