বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে কঠোর ও সুস্পষ্ট দিকনির্দেশনামূলক মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ১১টায় শুরু হওয়া এই মতবিনিময় সভা চলে দুপুর ১টা পর্যন্ত। সভায় তারেক রহমান ঢাকা-১৭ আসনের মাঠপর্যায়ের বাস্তব চিত্র, সাংগঠনিক দুর্বলতা ও আন্দোলন-নির্বাচন সংশ্লিষ্ট নানা সমস্যা সরাসরি শোনেন এবং তা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশনা দেন।
সভায় তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে কোনো শৈথিল্যের সুযোগ নেই। সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করা, মাঠে সক্রিয় থাকা এবং জনগণের আস্থা অর্জনে স্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ঢাকা-১৭ আসনের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সভায় নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথ ও নির্বাচনী মাঠে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান করা হবে।