বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে স্থাপিত শোক বইয়ে স্বাক্ষর করেন।
শোক বইয়ে স্বাক্ষরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মরহুমার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার এই সৌজন্যমূলক ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। (ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি.)