এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সিদ্ধেশ্বরী শ্মশানে আয়োজিত কালী পূজা পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
আজ (তারিখ) তিনি প্রধান অতিথি হিসেবে কালী পূজার অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ধর্মীয় আয়োজনের প্রশংসা করেন।
বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বাংলাদেশ একটি বহু ধর্ম ও সংস্কৃতির দেশ। এখানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানই আমাদের ঐতিহ্য। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সোচ্চার। ভবিষ্যতেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দলটির অঙ্গীকার অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।