নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে জানানো হয়, গুরুতর অসুস্থ অবস্থায় তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের পক্ষ থেকে তাকে একজন সাহসী, নীতিবান ও আপসহীন নেতৃত্ব হিসেবে উল্লেখ করা হয়। তার নেতৃত্বে ইনকিলাব মঞ্চ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে তার ইন্তেকালের খবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া ও জানাজার সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন—আমিন।