বঙ্গ নিউজ বিডি ইউকে প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টার পর তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। এ সময় তার সঙ্গে থাকবেন তার একমাত্র কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনটি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে তারেক রহমান আপাতত পাশেই তার মায়ের ভাড়া বাসভবন ‘ফিরোজা’তে অবস্থান করবেন। দেশে ফিরে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে।
দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সুসংহত করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।