নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং চিকিৎসা প্রক্রিয়া নিয়মিতভাবে চলমান রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার প্রতি সার্বক্ষণিক নজর রাখছেন।
তিনি আরও বলেন, দেশবাসীকে গুজবে কান না দিয়ে চিকিৎসকদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
ব্রিফিংকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।