নিজস্ব প্রতিবেদক : বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই খাত দালালমুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াটাই দালালে বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন।”
তিনি আরও বলেন, “এই দালাল-নির্ভর ব্যবস্থা ভেঙে না ফেলতে পারলে শ্রমবাজারে আমাদের অগ্রগতি সম্ভব নয়।”
সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশি শ্রমিকদের মুক্তির প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “তারা অনেক কষ্ট করে বিদেশ গেছেন। আইন অমান্য করলে কী শাস্তি হবে, তারা সবই জানতেন। তবুও দেশের স্বার্থে তারা সেই ঝুঁকি নিয়েছেন। পরে আমরা সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে অনুরোধ করলে তারা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের মুক্তি দেন।”
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এলে জানতে পারি, প্রায় ১৭ হাজার শ্রমিক সব প্রক্রিয়া শেষ করেও মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া যেতে পারেননি। আমি অনুরোধ করলে তিনি সম্মতি দেন। পরে মালয়েশিয়া সফরে গিয়ে দেখি—পুরো ব্যবস্থাই দালাল ও সিন্ডিকেটে ভরা। সরকার যেন এই প্রক্রিয়া থেকে অনেক দূরে।”
জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “জাপান আমাদের বলেছে, তাদের লোক দরকার। কিন্তু তারা বাংলাদেশ থেকে মাত্র ২ হাজার শ্রমিক নিয়েছে, যেখানে নেপাল থেকে নিয়েছে ৭ হাজার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাংলাদেশ থেকে কম কেন? তারা জানতে চাইল, আমরা কত লোক দিতে পারব। আমি বলেছি, এক লাখ লোক দিতে পারি—শুধু ভাষা শেখার সুযোগ দিলেই যথেষ্ট।”
তিনি বলেন, “জাপানের বহু শহরে ট্যাক্সি চলাচল বন্ধ হয়ে গেছে চালকের অভাবে। বিস্তীর্ণ জমি পড়ে আছে অনাবাদি। তারা আমাদের অনুরোধ করছে লোক পাঠাতে, যাতে এসব সচল করা যায়।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বিশ্বজুড়ে এখন তারুণ্যের ঘাটতি। আর আমরা তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও দামী। পৃথিবীকে আমাদের কাছেই আসতে হবে—কারণ এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।