বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
নেতারা আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাবে।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে ঘিরে মাজার প্রাঙ্গণে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।