বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসলমানদের পাশাপাশি দেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতি ও আচার অনুযায়ী বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘদিনের নানা রোগে ভুগছেন খালেদা জিয়া
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। গত বছরের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গমন করেন বিএনপি চেয়ারপারসন। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।
এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ দলটির শীর্ষ নেতারা।
নিরাপত্তা জোরদার, হেলিকপ্টার মহড়া
এদিকে, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ ঘোষণার পর থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে এসএসএফ ও পিজিআর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে।
এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।