বিশেষ প্রতিনিধি (জসিম মোল্লা) : আজ, সোমবার ২৬-০৫-২০২৫ইং- সকাল, সাড়ে ১০ঘটিকার সময়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক এর কুমিল্লা জেলার, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসট্যান এর দুই পাশের অবৈধ ভাবে গড়ে উঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি কিছু ফিটনেসবিহীন গাড়িকেও মামলা ও ব্যাটারী চালিত অটো রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা আটক করে দাউদকান্দি হাইওয়ে থানা কর্তৃক মামলা রুজু করে, ব্যাটারী চালিত অটো রিক্সা সহ সিএনজি চালিত অটো রিক্সা হাইওয়ে থানায় প্রেরণ করা হয় । উচ্ছেদ অভিযান পরিচালনা ছিলেন, দাউদকান্দি উপজেলার, ভূমি কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ রেদওয়ান ইসলাম, সেনাবাহিনী, দাউদকান্দি মডেল থানা পুলিশ সদস্য, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ সদস্য, সড়ক ও জনপদের কর্মকর্তা এবং নিরাপদ সড়ক চাই এর সভাপতি, মোঃ আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযান পরিচালনা”র পরিশেষে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ রেদওয়ান ইসলাম, এক সাংবাদিক এর প্রশ্নের জবাবে বলেন যে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান পাট উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।