এস এম শাহজালাল সাইফুল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কুমিল্লা-১ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
সোমবার বেলা সাড়ে তিন টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দাউদকান্দি-তিতাস উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীর মুক্তিযোদ্ধা জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
মনোনয়ন সংগ্রহের পর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিগত ১৫ বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটি অপ্রতিরোধ্য গতিতে চলেছে। আমরা আগামী দিনে একটি উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং স্বপ্নের বাস্তবায়ন ঘটাচ্ছি।আমি প্রথম দাউদকান্দি,মেঘনাও তিতাস উপজেলা নৌকা উপহার দেই।গত তিন বার সংসদ সদস্য ছিলাম।এলাকায় আনেক উন্নয়ন করেছি।ইনশাআল্লাহ আবার ও নির্বাচনে জিতে অসামাপ্ত কাজ গুলো সমাপ্তি করবো।
নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী, জানতে চাইলে জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা রাখবেন, দাউদকান্দি তিতাসে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি দাউদকান্দি তিতাসের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।