বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র ও চিকিৎসকদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা চিকিৎসা ও সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে।
তার মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিবেদনে তার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ প্রভাবের কথাও তুলে ধরা হয়।
উল্লেখ্য, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতির অন্যতম প্রধান কণ্ঠস্বর ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।