মোহাম্মদ তিতুমীর বেপারী ৷ (মুন্সিগঞ্জ প্রতিনিধি) টংগিবাড়িতে বিএনপি’র ভাড়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। গতকাল শুক্রবার সকাল১০টায় উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ইউনিয়নের তিনি লিফলেট বিতরণ করেন।এ সময় তার সাথে থাকা নেতাকর্মীরা বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন। তারা ধানের শীষের পক্ষে ভোট চান এবং মিজানুর রহমান সিনহার জন্য দোয়া চান। জনাব মিজানুর সিনহা বলেন যদি দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি টঙ্গীবাড়ি লৌহজং আসনে নির্বাচন করব ইনশাআল্লাহ। সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, ঢালী ওয়াহিদ,তপন ঢালী, কামার খাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, আড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি, ফারুক আহমেদ,দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, টংগিবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার টংগিবাড়ির উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমেল মুন্সি, সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল মল্লিক, সাধারণ সম্পাদক হাসেম সরদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর মল্লিক