1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন মুন্সিগঞ্জের একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লালু তার তিন সহযোগী সহ গ্রেফতার মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে দেশি অস্ত্র নিয়ে শ্রমিক লীগ নেতা সহ ৩ জন গ্রেফতার ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন *তৃতীয় বিশ্ব স্কোয়াশ ফেডারেশন লেভেল-১ কোচিং কোর্স শুরু* হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা ওসমান শরিফ হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন যা আওয়ামী লীগ ধ্বংস করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল/ উভ-বাইট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন। আওয়ামী লীগ এ স্বপ্নকে ধ্বংস করেছে বাকশালের মাধ্যমে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে অত্যন্ত শক্তিশালী বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ আমাদের সংগ্রামী এই জেলাতেই পুলিশের মাধ্যমে প্রকাশ্যে সবসময় বাঁধা সৃষ্টি করেছে। তারপরেও এখানকার কেউ মাথা নিচু করে থেমে নেই।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে সদ্য প্রয়াত জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি তৈমুর রহমান প্রসঙ্গে বলেন, ঠাকুরগাঁও থেকে আমরা এক লড়াকু সৈনিক হারিয়েছি। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে তার আত্মত্যাগ ভুলতে পারবোনা। তিনি ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবীদ, রাজনীতি ছাড়া তিনি কিছুই ভাবতেন না। আমাদের কঠিন সময়ে তাঁর বিচক্ষণতা নিষ্ঠায় সংগঠন শক্তিশালী হয়েছে।এখন তাঁর প্রেরণায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সংগ্রাম করছি এই সংগ্রামকে আমরা তীব্র থেকে আরও তীব্রতর করে তুলবো।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন ভিন্ন ভাবে ছদ্মবেশে আবার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাদের যদি ক্ষমতায় থাকতে দেওয়া হয় তাহলে এই দেশে ভয়াবহ অবস্থা তৈরি হবে।
পরিশেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ।
সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় সংগঠনটির অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com