বঙ্গনিউজবিডি ডেস্ক : ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। হঠাৎ অসুস্থবোধ করায় বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
সন্ধা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বেগম খালেদা জিয়া। এরপর রাত সাড়ে ৮টার কিছু সময় পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
এ সময় তার চিকিৎসকরা ও দলের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। তার চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নিয়মিত চেকআপের জন্য বিএনপি নেত্রীকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
ডা. এ জেড এম জাহিদ বলেছেন, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আরও হবে। রাতে তাকে ভর্তি করা হয়েছে। এখন মেডিকেল বোর্ডের সদস্যরা বসে তার সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনও বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।