বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তিন দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে তার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসব দাবি তুলে ধরে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—হাদির ওপর হামলায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের দ্রুত গ্রেপ্তার; আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান; এবং খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরসহ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা।
দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাদিক কায়েম।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আন্দোলনকারীদের প্রতিটি দাবি যৌক্তিক এবং এগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি আশ্বাস দেন, দাবিগুলো দ্রুত বেগবান করা হবে।