1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত

স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে গঠিত ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’-এর সেমিনার গতকাল ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলী, স্থপতি, দুর্যোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন।
‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’-এর সেমিনারটি উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এরপর বিষয়ভিত্তিক কি-নোট পেপার উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি।
এরপর মহাপরিচালক মহোদয় পরবর্তী সেমিনার সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ফায়ার সার্ভিসের বর্তমান সক্ষমতা এবং ভূমিকম্প মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়সমূহ উপস্থাপন করেন। একই সংগে দেশে চলমান নগরায়ণ, শিল্পায়ন, উচ্চ-ঝুঁকিপূর্ণ ভবন, রাসায়নিক ব্যবস্থাপনা এবং ভূমিকম্প-ঝুঁকি বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি উন্নীতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে বিশেষজ্ঞদের বক্তব্য আহ্বান করেন।
উপস্থিত বিশেষজ্ঞগণ এশিয়াসহ অন্য উন্নত দেশের সাথে তুলনা করে বাংলাদেশ ফায়ার সার্ভিসের স্টেশন ও জনবলের অপ্রতুলতার কথা উল্লেখ করেন। গ্যাপ এরিয়া ও এলাকা ভিত্তিক ঝুঁকি বিবেচনায় নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিদ্যমান সক্ষমতা আরো বৃদ্ধির সুপারিশ করেন। ওয়াসার সকল পাম্প স্টেশনে ফায়ার সার্ভিসের ব্যবহারের জন্য ফায়ার ব্রিগেড কানেকশন স্থাপনের উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। ভূমিকম্পে সরকারি অফিসগুলো বেশি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দেশের সকল ফায়ার স্টেশনকে সবার আগে ভূমিকম্প সহনীয় করে তৈরি বা মেরামত করার আহ্বান জানানো হয়। শহর কেন্দ্রিক ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনে জায়গা পাওয়া না গেলে বিভিন্ন সরকারি ভবনের নিচের ২ তলা ফায়ার স্টেশন হিসেবে ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে পরামর্শ দেয়া হয়।
এছাড়া সেমিনারে ভলান্টিয়ারের সংখ্যা বৃদ্ধি ও তাদের নিয়মিত রিফ্রেশার কোর্স করানো, সকল সেবা সংস্থাগুলোকে নিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে ভূমিকম্প-পরবর্তী করণীয় বিষয়ের ওপর মক এক্সারসাইজ করা, ফায়ার একাডেমি নির্মাণ, প্রচার-প্রচারণায় মিডিয়াকে আরো অধিক মাত্রায় সংশ্লিষ্ট করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি মূল্যায়ন পরীক্ষায় সহশিক্ষা কর্মসূচি হিসেবে নম্বর যুক্ত করা, আবাসিক এলাকা হতে জরুরি ভিত্তিতে ক্যামিকাল গোডাউনসমূহ সরানো ও বিভিন্ন পর্যায়ে মহড়াও প্রশিক্ষণ চলমান রাখার পরামর্শ প্রদান করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, ভাইস-চ্যান্সেলর, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা; প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোঃ শাহিদউল্লাহ (অবঃ); সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব; ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আলী আহম্মেদ খান; একুশে টিভির নির্বাহী সম্পাদক জনাব হারুন উর রশীদ; প্রফেসর ড. মেহেদী আনসারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; ড. আব্দুস সালাম, অধ্যাপক, অজৈব এবং বিশ্লেষণাত্মক রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মেজর এ কে এম শাকিল নেওয়াজ (অবঃ), সাবেক পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স); জনাব মোছাঃ ফুয়ারা খাতুন, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; জনাব দিনমনি শর্মা, উপপরিচালক (অব.), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; জনাব মোঃ আব্দুল হালিম, উপপরিচালক (অব.), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; স্থপতি ইশতিয়াক জহির, সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহাসচিব প্রকৌশলী জাকির উদ্দিন আহম্মেদ, ইসাবের প্রতিনিধি প্রকৌশলী মোঃ মঞ্জুর আলম প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকগণসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় দেশের সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করতে ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’ ভবিষ্যতে নিয়মিতভাবে পরামর্শ, গবেষণা এবং নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে সকলে একমত পোষণ করেন। মহাপরিচালক মহোদয় সকল বিশেষজ্ঞকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই প্যানেল দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক, তথ্যভিত্তিক এবং বৈজ্ঞানিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’ খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com