নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ সংসদ নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে আর এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদ ও ঢাকা ৮ আসনের নৌকার মনোনীত প্রার্থী আ খ ম বাহাউদ্দিন নাসিম।
বৃহস্পতিবার রমনা থানা আওতাধীন সিদ্ধেশ্বরী কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা ১৮ তারিখ থেকে বিভিন্ন মিছিল মিটিং করবেন ৭ই জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আপনারা ভোটারদের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়ন ভোটারদের মাঝে তুলে ধরবেন এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে যেন তারা তাদের ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান তিনি আরো বলেন আপনারা এমন ব্যক্তির মাধ্যমে ভোট চাইবেন যাদের এলাকায় পরিচিতি আছে গ্রহণযোগ্যতা আছে আপনারা এমন ব্যক্তিকে মাধ্যমে ভোট চাইবেনা যাদের এলাকায় পরিচিতি আছে কিন্তু চাঁদাবাজ ধান্দাবাজ এদের দিয়ে ভোট চাওয়া যাবেনা যাতে মানুষ মুখ ফিরিয়ে নিবে এলাকায় মহল্লায় বাসা বাড়িতে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা ভোটারদের মাঝে তুলে ধরতে হবে ঢাকা ৮ আসন হবে মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দিনরাত কাজ করে আসছেন আপনাদের সকলের সহযোগিতাই হতে পারে একটি স্মার্ট বাংলাদেশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, যোগাযোগের সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক তারিক সাঈদ, রমনা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ চৌধুরী পপন, জাহাঙ্গীর আলম সদস্য থানা আওয়ামী লীগ, রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলি আক্তার, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মীর মিলন, বিশ্বজিৎ চক্রবর্তী, মুরাদ আহমেদ সভাপতি সিদ্ধেশ্বরী ইউনিট আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক হাবিব শেখ, ডি এম ও মিজান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন