হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি, নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ফকিরপাড়া ও বিলদাহ এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে মোট ১৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়,যার প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৩০-৪০ ফুট।প্রতিটি জালের বাজারমূল্য আনুমানিক ৩৫০০/= টাকা করে,যা মোট ৫ লাখ ২৫ হাজার টাকা।
উদ্ধারকৃত সব জাল পরবর্তীতে আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা।