আমি, আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে নিহত হয়েছেন সাহসী সাংবাদিক তুহিন।
এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যম স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সংবাদের স্বাধীনতার ওপর এক মারাত্মক আঘাত।
আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।
সত্য ও ন্যায়ের পথে দাঁড়িয়ে, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই অনৈতিক ও বর্বরতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন
চেয়ারম্যান