বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক ধর্মঘট ও কর্মবিরতির আহ্বান! চান্দনা চৌরাস্তা, গাজীপুর ।
রক্তাক্ত সূর্যাস্তে স্তব্ধ হয়ে গেল একটি কলম।
নিহত হলেন সাহসিকতার প্রতীক, দৈনিক প্রতিদিনের কাগজ-এর নির্ভীক সংবাদযোদ্ধা—সাংবাদিক তুহিন।
গাজীপুরের অন্যতম ব্যস্ত এলাকা চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে দিনের আলোয় ঘটে যায় এক হৃদয় বিদারক দৃশ্য।
জনসম্মুখে, নির্মম ভাবে একদল হিংস্র সন্ত্রাসী তুহিন ভাইকে কুপিয়ে হত্যা করে।
এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়—
এটি বাংলাদেশের সংবাদের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সত্য বলার সাহসের ওপর নৃশংস আঘাত।
🖋️ এক হাতে কলম, অন্য হাতে সাহস—
সেই মানুষটিকে দিনে-দুপুরে কোপানো হলো বারবার!
এটি গোটা জাতির জন্য লজ্জার, বিবেকের জন্য এক অগ্নিপরীক্ষা।
—
🛑 সাংবাদিক সমাজের পক্ষ থেকে আহ্বান:
📣 আমরা, বাংলাদেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও স্যাটেলাইট মিডিয়ার সাংবাদিকবৃন্দ—
এই ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে:
🔺 সাংবাদিক তুহিন হত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচার, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
🔺 তবে সেই বিচার না হওয়া পর্যন্ত, আমরা দেশের সকল সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ভাই ও বোনদের প্রতি সর্বাত্মক ধর্মঘট ও কর্মবিরতির আহ্বান জানাচ্ছি।
🔺 সংবাদপত্র বন্ধ থাকুক, স্টুডিও নিস্তব্ধ থাকুক, ক্যামেরা না ঘোরুক— যতক্ষণ না এই হত্যার বিচার নিশ্চিত হয়।
শ্রদ্ধাঞ্জলি:
তুহিন ভাই,
আপনার কলম থেমে গেলেও, আপনার সংগ্রাম থেমে নেই।
আপনার রক্তে লেখা প্রতিটি সত্য, আমাদের চেতনাকে জাগ্রত করবে।
আপনার আত্মত্যাগ হবে সাংবাদিক সমাজের নবজাগরণের প্রতীক।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
আমরা শোকাহত, আমরা ক্ষুব্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
—
✊ আসুন, এক সাথে বলি:
সাংবাদিক হত্যার বিচার চাই!
সাংবাদিকদের নিরাপত্তা চাই!
সত্যের পক্ষে গণঐক্য চাই!
সকল বিবেকবান নাগরিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান—
আপনার প্রতিবাদই হোক আগামী প্রজন্মের জন্য নিরাপদ সাংবাদিকতার ভিত্তি।