ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্রমিক সমাবেশ করেছে বিএনপি । বৃহস্পতিবার (১ মে) বিকেল ৪টায় ভান্ডারিয় উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে শহীদ মিনার সড়কে এ শ্রমিক সমাবেশের অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ঈমান আলী ফরাজী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমীন মুন্সীর সঞ্চালনায় সমাবেশে জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ওপিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজি রওনাকুল ইসলাম টিপু । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওহেদুজ্জামান লাভলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন আহম্মদ রিপন, যুগ্ম আহবায়ক টি.এম মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু,পৌর বিএনপি’র সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মুন্সি, নাজমুল হাসান আরিফ, আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত, কর্মপরিবেশের উন্নয়নসহ শ্রমিক কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।