বঙ্গনিউজবিডি ডেস্ক : সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও সংবিধান রচয়িতা ড. কামাল হোসেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, জাতীয় সংলাপের মধ্যদিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এ ছাড়া জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যে আসা এবং তারপর সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করছি। এ চেষ্টা আমরা করে যাব।
তিনি বলেন, দেশের অবস্থা ভয়াবহ। জনগণ ঐক্যবদ্ধ হলে এ অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। আমরা সব সময়ই ঐক্যের গুরুত্ব দিয়ে থাকি। নীতি ও আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করে যাব।
এ সময় বিদেশি হস্তক্ষেপ নয়, দেশের এ পরিস্থিতিতে নিজেদের মধ্য থেকেই পরিবর্তনের চেষ্টা করতে হবে বলে জানান গণফোরামের প্রতিষ্ঠাতা।