প্রকাশিত : ১৫:১১, ০৮ জুন ২০২৫ | আপডেট: ১৫:২৭, ০৮ জুন ২০২৫
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সায়মা ওয়াজেদের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে ‘এক মাসের মধ্যে আমার মা (শেখ হাসিনা) বাংলাদেশে আপনাদের মধ্যে ফিরে আসবে’ এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। খবর রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক
আলোচিত ভিডিওটিতে আসলে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো বক্তব্যই দেননি সায়মা ওয়াজেদ। বরং এটি ছিল মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী স্বাস্থ্য সংকট নিয়ে তার একটি বক্তব্য, যা ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ ইউটিউব চ্যানেলে গত ২৮ এপ্রিল প্রকাশিত হয়েছে ‘A Month After The Myanmar #Earthquakes’ শিরোনামে।
ভিডিওটিতে সায়মা ওয়াজেদ বলেন, ‘ভূমিকম্পের এক মাস পরেও মিয়ানমারে ২৪ লাখেরও বেশি মানুষ জরুরি স্বাস্থ্যসেবার অভাবে ভুগছেন। বর্ষা মৌসুমের আগমনে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। ওষুধ ও চিকিৎসাসেবা মারাত্মক ঘাটতির মধ্যে রয়েছে।’ তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা চললেও তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত এবং এই সংকট মোকাবেলায় জরুরি অর্থায়নের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: গোপন কারাগারে যেভাবে নির্যাতিত হচ্ছেন সৌদি নারীরা, উঠে এল অনুসন্ধানে
স্পষ্টতই, ‘উক্ত ভিডিওতে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা রাজনীতি সংশ্লিষ্ট কোনো ইঙ্গিত নেই।’ তবুও ভিডিওটি কাটছাঁট করে বা ভুল ব্যাখ্যার মাধ্যমে সামাজিক মাধ্যমে ভুয়া বার্তা ছড়ানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এটি একটি ‘ভুয়া খবর ছড়ানোর অপচেষ্টা’, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এ ধরনের গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।