সিনিয়র রিপোর্টার, মোহাম্মদ তারেক : ঢাকা ক্লাব লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সামাজিক ক্লাব । ঢাকা ক্লাব ২৬ এপ্রিল, ২০২৫ইং তারিখে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নুকার টুর্নামেন্ট” আয়োজন করেছেন । ২৬ এপ্রিল, ২০২৫ইং তারিখ, ১:৩০ ঘাটকায় ঢাকা ক্লাব প্রধান লাউঞ্জে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নুকার টুর্নামেন্ট” এর সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি জনাব আশরাফুজ্জামান খান (পুটন) ক্লাবের বিলিয়ার্ডস রুমে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উক্ত টুর্নামেন্টে ঢাকা ও ঢাকার বাহির থেকে মোট ১০ টি ক্লাব এবং ৪৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। টুর্ণামেন্টটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষ সহ টুর্নামেন্ট ডিরেক্টর জনাব আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু)। অনুষ্ঠানে সম্মানিত ক্লাব সভাপতি জনাব আশরাফুজ্জামান খান (পুটন) এবং টুর্নামেন্ট ডিরেক্টর জনাব আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু) মূল্যবান বক্তব্য দেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ঢাকা ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, টুর্নামেন্ট ডিরেক্টর, অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ সহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ান দলকে টাকা ১০০,০০০/- (এক লক্ষ) এবং রানারআপ দলকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) প্রদান করা হবে।
ধন্যবাদ জানান
লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি (অবঃ)
সচিব এবং সিইও
ছবি : মোস্তাফিজুর রহমান মিন্টু