বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শান্তি ও সম্প্রীতি বজায় না থাকলে কোনো দেশ বেশিদূর এগোতে পারে না। শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে। ভিন্ন মত থাকা সমাজের একটা সৌন্দর্য,গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেখানে আজ হানাহানি, নৈরাজ্য, মব নামক নব্য অসৎ সংস্কৃতি আজ ২৪ এর ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার চেতনাকে দূর্বল করে দিচ্ছে। চারদিকে গণমানুষের ভিতরে বিরাজ করছে আস্হাহীনতা। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গণমানুষের ভিতরের কথা বুঝতে হবে, এবং রাজনৈতিক মতপার্থক্যেরে বিভেদ ভুলে শান্তি ও সম্প্রীতির নতুন এই বাংলাদেশ থেকে সকল প্রকার নৈরাজ্যকে রুখে দিতে হবে।
আজ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূরকে দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন বাংলাদেশ বিগ্রেড এর যুগ্ম-আহবায়ক, মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলি।
তিনি অবিলম্বে নূরুের উপর হামলার জন্য গঠিত উচ্চতর তদন্ত কমিটিকে সঠিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান। এবং পাশাপাশি নূরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশ বা বিদেশের উন্নত কোন হাসপাতালে নিয়ে যাবার দাবী জানান।
এ-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিগ্রেড এর অন্যতম নেতা আবু জাঈদ জীবন, আজমল হোসেন জিতু, শেখ ফরিদ, মানবাধিকার কর্মী মো: আব্দুল আউয়াল ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।