বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারে পৌঁছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আইসিইউ সাপোর্টসহ স্থানান্তর করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
তিনি জানান, হাদির মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। বুলেটের গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত।
“রোগী এখন অত্যন্ত ক্রিটিক্যাল। আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ,” বলেন ডা. সায়েদুর।
তিনি আরও জানান, হাদিকে বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। এখন কোনো নতুন ইন্টারভেনশন বা অস্ত্রোপচারের পরিকল্পনা নেই। রোগীর জীবনরক্ষায় শুধু লাইফ সাপোর্ট বজায় রাখার চেষ্টা চলছে।
অধ্যাপক সায়েদুর বলেন, “পরিস্থিতি আশাব্যঞ্জক বলা যাচ্ছে না। তবে সামান্য ‘সাইন অব লাইফ’ আছে। অপারেশনের সময় রোগীর কিছুটা স্বতঃশ্বাসের প্রচেষ্টা দেখা গেছে।”
চিকিৎসক আরও জানান, অস্ত্রোপচারের আগে এক পর্যায়ে হাদি শকে চলে যান। পরে এভারকেয়ারে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হলেও তা আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ মুহূর্তে কোনো আশাবাদী মন্তব্য করা যাচ্ছে না বলে জানান ডা. সায়েদুর। তিনি বলেন, “পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থিতিশীল হলে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।”
হাদির পরিবার, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা হাসপাতালের বাইরে অবস্থান করছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।