মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি-হিলির মধ্যবর্তী আটাপাড়া বিওপি ক্যাম্পের অদূরে রেললাইন ভেঙে যায়। প্রচন্ড গরম ও রেল লাইনগুলোর বয়স হওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ লাল পতাকা টানিয়ে রেল লাইনের ভাঙ্গা অংশ মেরামত করছেন। এই লাইনগুলো ১৯৪৭ সালের দিকে ব্রিটিশ সরকার স্থাপন করেছিলেন।
হিলি পিডব্লিউ অফিসের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী উপস্থিতে ভাংগা অংশটুকু মেরামত করতে দেখা যায়। এসময় মোঃ সাজেদুল ইসলাম সিনিয়র টলিম্যান, মোঃ ফরহাদ আলী, বাংলাদেশ রেলওয়ে হিলি পিডব্লিউ অফিসের ওয়েম্যান ভারপ্রাপ্ত টলিম্যান মোঃ সাইদ আলম ওয়েম্যান ভারপ্রাপ্ত হ্যেমারম্যান সহ বেশ কয়েকজন মিলে রেলের ওই ভাংগা অংশটুকু মেরামত করছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান, উপ-সহকারী ভবেশ চন্দ্র।