বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ঢাকা, ৯ ডিসেম্বর – নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকগুলো তুলে দেন।
এইবার পদকপ্রাপ্তরা হলেন:
নারীশিক্ষা (গবেষণা) শ্রেণিতে: রুভানা রাকিব
নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে: কল্পনা আক্তার
মানবাধিকার শ্রেণিতে: নাবিলা ইদ্রিস
নারী জাগরণ (ক্রীড়া) শ্রেণিতে: ঋতুপর্ণা চাকমা
এদিন বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণকারী বেগম রোকেয়া সমাজ সংস্কার, নারীশিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত হিসেবে আজও প্রাসঙ্গিক দিকনির্দেশনা দিচ্ছেন।