বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মাদক কারবার ঘিরে রয়েছে চুরি-ছিনতাইয়েরও অভিযোগ। মাদক কেনার টাকা জোগাড়ে চুরি-ছিনতাইয়ের পথ বেছে নিচ্ছে মাদকাসক্তরা।
এলাকাবাসী জানান, 12 নং সুলতানপুর ইউনিয়ন এলাকা, শাল কাটিং, বড় বাড়ি বস্তিটি স্পট নামে পরিচিত। হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ সব ধরনের মাদক পাওয়া যায় এখানে। রাজবাড়ী জেলা,
১২ নং সুলতানপুর ইউনিয়ন।
শালকাঠি বড়বাড়ি এলাকায় , , মাদকের তিনটি স্পট নাম ১ , আলামিন মিয়া মোদির দোকান বিপুল পরিমাণ মাদক বিক্রি হয়। ।
স্থানীয়রা অভিযোগ করে বলছেন, সকাল-বিকাল প্রকাশে ঘর থেকে বের হলেই চোখে পড়ে মাদক কেনাবেচা। সন্ধ্যায় কিংবা রাতে ঘরে ফেরার সময়েও একই চিত্র দেখা যায়। মাঝেমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও(RAB 10) ও পুলিশ অভিযান চালালেও মাদকের কারবারে কোনো প্রভাব পড়ছে না।
স্থানীয়রা বলেন, মাদক কারবারিরা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে না। ধরা পড়লেও সহজে ছাড়া পেয়ে যায়। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তাসহ প্রশাসনের লোকদের ম্যানেজ করেই ব্যবসা করে। মাদক কারবারের প্রতিবাদ করতে গেলে উল্টো প্রশাসন ও কারবারিদের সন্ত্রাসী গ্যাং দিয়ে আমাদেরই হয়রানি করা হয়। তাই ভয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পায় না।