1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৭২ শিশু হাফেজের কণ্ঠে ১০০ বার কোরআন খতম চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সভাপতি হলেন প্রদীপ কুমার দত্ত অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকের এমডি নিযুক্ত সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি, ৭ ডিসেম্বর থেকে কার্যকর শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত “সময়ে দেশে ফিরেই নেতৃত্ব দেবেন তারেক রহমান: রিজভী” দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন

মোদির জন্মদিনে ভারতজুড়ে উৎসবের আমেজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি আজ শুক্রবার ৭০ পেরিয়ে ৭১ বছরে পা দিলেন। তাই তার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই মোদির দীর্ঘায়ু, সুস্থতা, সফলতা কামনা করে শুভেচ্ছার বন্যা আসছে বিভিন্ন মহল থেকে।

ঘড়ির কাঁটা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ছুঁতেই প্রিয় নেতার জন্মদিন পালন করা শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও আতশবাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য, বিজেপি সভাপতি জে.পি.নাড্ডা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও মোদিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা।

টুইট করে রাষ্ট্রপতি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে অনেক অভিনন্দন ও শুভকামনা। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি এবং দেশের সেবা করে যান।

টুইট করে রাহুল লেখেন ‘মোদিজি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

এছাড়াও মোদিকে লেখা চিঠিতে দলাই লামা লেখেন, ‘বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের সাফল্য কেবল দেশের মানুষকেই উপকৃত করে না বরং বিশ্বের উন্নয়নেও তা অবদান রাখে। আমি জন্মদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনি দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করতে থাকুন।’

উল্লেখ্য, ১৯৫০ সালের এই দিনে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন মোদি। অনেকের অভিমত এই রকম বলিষ্ঠ ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী দেশ আগে কখনও দেখেনি। যদিও নানা চড়াই-উৎরাই পেরোতে পেরোতে ৭০ পেরিয়ে গেলেন মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন প্রধানমন্ত্রী। এরপর টানা ১৩ বছর গুজরাটের মসনদে থেকে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি।

প্রধানমন্ত্রী পদে টানা ৭ বছর আছেন তিনি। সবমিলিয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত জনপ্রতিনিধি হিসাবে ২০ বছর পার করবেন মোদি। আর এই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ২১ দিনব্যাপী দেশজুড়ে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচী উদযাপন করবেন বিজেপির নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com