বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : হঠাৎ করে পদ্মা যমুনা পানির বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী মানুষ ঘরবাড়ি জায়গা সম্পদ নদী গর্ভে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা। বিভিন্ন দপ্তর থেকে এসে শুধু সান্তনাই দিয়ে যায় এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী পাটুরিয়া- দৌলতদিয়া ঘাট দিয়ে লঞ্চ ও ফেরি পারাপার হয় প্রায় ২৫টি জেলার মানুষ। ইতিমধ্যে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পানির প্রবল স্রোতে ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে পারাপার। তবে, ৫ নং ফেরিঘাট কিছু মেরামত করে পন্টুন বেঁধে ঝুকিয়ে নিয়ে পার হচ্ছে কিছু ফেরি। ২২ আগস্ট শুক্রবার বিকেল ৫ ঘটিকায় ঘাট এলাকায় পরিদর্শনে আসেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র, মানিকগঞ্জ -১ আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী কৃষিবিদ ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। যাদের ঘরবাড়ি ভেঙেছে ও যাদের ভাঙার আশঙ্কায় তাদের পাশে দাঁড়িয়ে ভুক্তভোগীদের কথা শুনেন। ভুক্তভোগীরা বলেন, ভেঙে গেছে আরও ভাঙছে আমাদের শেষ সম্বল ভিটে জমি ভেঙে গেলে দাঁড়ানোর জায়গা থাকবে না। বিভিন্ন লোক এসে আমাদের শুধু সান্তনাই দিয়ে যাচ্ছে ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই ভাঙ্গর রোদে দ্রুত ব্যবস্থা নিলে হয়তো আমাদের শেষ সম্বল টুকু রক্ষা পাবে। নদীর তীরবর্তী ভুক্তভোগীদের আস্বস্ত করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, নদী ভাঙ্গন রোধে আমি পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসকের সাথে কথা বলবো। যাতে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায় নদীর তীরবর্তী মানুষ ও সরকারি বিভিন্ন স্থাপনা। আমি আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে মানিকগঞ্জ- ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বেরিবাধের ব্যবস্থা করব ইনশাল্লাহ।
বিশেষ প্রতিবেদক: গৌরাঙ্গ বিশ্বাস।