মঈন মাহমুদ: দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানি চেঞ্জার্স ব্যবসায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মানি চেঞ্জারস এসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন, অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থায়ী সম্পদ ক্রয় এবং এর অর্থায়ন ও বাস্তবায়ন, আগামী ৩০ শে জুন ২০০৬ তারিখে সমাপ্ত অর্থবছরে খসড়া বাজেট অনুমোদন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক (অডিটর) নিয়োগ ও বিবিধ।
শনিবার দুপুরে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন (এমসিএবি)-এর মহাসচিব প্রকৌশলী গৌতম দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (এমসিএবি)-এর সভাপতি এমএস জামান।
সভায় জানানো হয় গত এক বছরে পর্যটন ব্যবসায় মন্দা চলায় দেশের মানি এক্সচেঞ্জগুলোর ব্যবসাতেও ধস নেমেছে।
সভায় ব্যবসায়ীরা একটি সুস্থ নির্বাচন এবং ব্যবসা মান বাড়ানোর ব্যাপারে মতামত দেন। একই সাথে নতুন ব্যবসায়ীদের রেজিস্ট্রেশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের যে কঠোরতা তা কমিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন তারা। মানি এক্সচেঞ্জ কোম্পানি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কোন রকমের হস্তক্ষেপ যাতে না হয় এই আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সদস্যরা।
এসময় মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিরুদ্ধে সদস্যপদ নবায়নের নামে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ উঠলে সংগঠনের সভাপতি এস এম জামান লাইসেন্স নবায়নের কোন জটিলতা হলে তার দায়ভার নিবেন বলে উল্লেখ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন