সংবাদ প্রতিবেদন: কাজল, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন স্থানীয় জনতার ভালোবাসা ও মানবতার প্রতীক মুস্তাফিজুর রহমান বাবুল। বহু বছর ধরে মাদারগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তিনি সমাজের অসহায়, দরিদ্র, এতিম ও পথচারীদের পাশে থেকে মানবসেবাকে জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছেন। মাদ্রাসা ও মসজিদ স্থাপন, দরিদ্র শিশুদের শিক্ষাসহায়তা এবং সামাজিক উন্নয়নের প্রতিটি পদক্ষেপে তাঁর অবদান অনন্য। পায়ে হেঁটে প্রতিটি গলি, প্রতিটি বাড়ি, প্রতিটি মানুষের কাছে পৌঁছে তিনি যে জনসম্পৃক্ততা সৃষ্টি করেছেন—তা আজ মাদারগঞ্জ-মেলান্দহের জনগণের হৃদয়ে অম্লান স্মৃতি হয়ে আছে।
প্রথম নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও তিনি ভেঙে পড়েননি বা হতাশ হননি। দলের প্রতি তাঁর আনুগত্য, নৈতিক অবস্থান ও জনগণের প্রতি দায়বদ্ধতা আজও অবিচল। লাখেরও বেশি ভোট পেয়ে প্রমাণ করেছেন—জনগণ তাঁকে ভালোবাসে, তাঁর প্রতি বিশ্বাস রাখে। সেই আস্থার প্রতিদান হিসেবেই এবার বিএনপি তাঁকে পুনরায় চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এলাকাবাসীর ভাষায়, “এই মানুষই পারে মাদারগঞ্জ-মেলান্দহকে উন্নয়ন, ন্যায় ও মানবতার পথে এগিয়ে নিতে।”
আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা আরও তীব্রভাবে তাঁকে ঘিরে বেড়েছে। মুস্তাফিজুর রহমান বাবুলের অঙ্গীকার—শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো ও কর্মসংস্থানের প্রতিটি ক্ষেত্রে বাস্তব উন্নয়ন ঘটানো। তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট—মানুষের সেবাই রাজনীতি, মানবতাই নেতৃত্বের ভিত্তি। স্থানীয় জনগণ বিশ্বাস করে, ধানের শীষে তাঁর বিজয় মানেই হবে উন্নয়ন, সততা ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠা। মাদারগঞ্জ-মেলান্দহের এই অভিভাবক ইতিমধ্যেই প্রমাণ করেছেন—একজন নেতার শক্তি পদে নয়, মানুষের হৃদয়ে।