বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাঁদের মধ্যে একজন ছিলেন আমাদের বীর শহীদ মীর মুগ্ধ। পানি লাগবে পানি? মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন মুগ্ধ। এই জাতী তাঁকে চিরকাল স্মরণ করবে। পুলিশ ও গুন্ডালীগের হামলায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে প্রেরণ এরপর রাজপথে প্রতিবাদ করার জন্য ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিলো যখন ঠিক তখনই একজন সাহসী যুবক হাতে পানির বোতল নিয়ে ছুটে চলছে আর বলছে পানি লাগবে পানি! সেই মুহুর্তে এক ঘাতক বুলেট এসে সব লাগে মুগ্ধর মাথায় । সে লুটিয়ে পরে মাটিতে । রাজপথ রক্তে রঞ্জিত করে আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিয়ে গেল আমাদের এই সূর্য সন্তানরা। আমরা তোমাদের ভুলবোনা ।। তোমরা বাঙালি জাতির অহংকার। আমাদের গৌরব। জুলাই অভ্যুত্থানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। সূর্য সন্তান মীর মুগ্ধকে সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে আমরা জুলাই আগষ্টে সকল শহীদের শ্রদ্ধা জানাই।স্টিল ফটোগ্রাফী: মোস্তাফিজুর রহমান মিন্টু-বাংলাদেশ বেতার