1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুমের পর হত্যা করা হয় ইলিয়াস আলীকে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন কুমিল্লা-১ (দাউদকান্দি) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন ঢাকা ৬২ নং ওয়ার্ডে চরম গ্যাস সংকট: সন্দেহজনক সংযোগ বিচ্ছিন্নের আশ্বাসেও মিলছে না সমাধান, আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত: তারেক রহমান শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় দ্য ওয়েস্টিন হোটেলে ব্লু বার্ড ইভেন্টসের নতুন অধ্যায়ের শুভ উদ্বোধন ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, লন্ডনে এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ পটুয়াখালীর জেলায় গলাচিপায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

মহাসচিবের আশ্বাসে‌ সম্মেলন স্থগিতের প্রতিবাদে বিএনপির হরতাল, অর্ধবেলা পর প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হরতালের সমর্থনে সড়ক বন্ধ করে দেন বিএনপির নেতা-কর্মীরা।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চারটি ইউনিয়নের সম্মেলন স্থগিতের প্রতিবাদে আজ শনিবার হরতাল ডেকেছিল স্থানীয় বিএনপি। পরে কেন্দ্রের আশ্বাসে দুপুর ১২টায় হরতাল প্রত্যাহার করে নেয় তারা। বিএনপির নেতা-কর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও, ৬ নং ভানোর, ৭ নং আমজানখোর ও ২ নং চাড়োল ইউনিয়নের সম্মেলন ডাকে উপজেলা বিএনপি। আজ থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন সম্পন্ন হওয়ার কথা ছিল। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নেতা বাছাই হওয়ার ঘোষণা দেয় উপজেলা বিএনপি। আজ ছিল ৫ নং দুওসুও ইউনিয়নের ভোট গ্রহণের দিন। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সেরে ফেলে‌ উপজেলা বিএনপি। কিন্তু গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী এক চিঠির মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির অধীন ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন স্থগিত করেন। এর প্রতিবাদে রাত ১২টার দিকে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বালিয়াডাঙ্গী চৌরাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে তাঁরা অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করেন। আজ সকাল ৮ টায় বালিয়াডাঙ্গী উপজেলার সীমানার প্রবেশমুখে নেতা-কর্মীরা সড়কে বাঁশ, কলাগাছ ফেলে যানবাহন বন্ধ করে দেন। এতে ঠাকুরগাঁও সদর থেকে বালিয়াডাঙ্গীগামী যানবাহন আটকে যায়। ৫ নং দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, বিএনপির মধ্যে এক পক্ষ আওয়ামী ফ্যাসিস্টের সঙ্গে লিয়াজোঁ করে চলেছে। তারাই বারবার এখানে ভোটের মাধ্যমে কমিটি গঠনে বাধা দিয়ে আসছে। তারা চায়, এখানে তাদের পছন্দের পকেট কমিটি ঘোষণা করবে। কিন্তু বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের পক্ষে। তাই তাঁরা এই হরতালের ডাক দিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৫ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন জানিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন হরতাল তুলে নেওয়ার আহ্বান জানান। অনুরোধের পরিপ্রেক্ষিতে ৫ নং দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক হরতাল প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব আগামী ৫ ফেব্রুয়ারি বিষয়টি সমাধানের সময় বেঁধে দিয়েছেন। তাই আমরা এই হরতাল প্রত্যাহার করে নিলাম।
ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, দলকে গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে বালিয়াডাঙ্গীতে দলের মধ্যে বিভাজনের আশঙ্কা দেখা দেয়। সেই আশঙ্কা থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ষড়যন্ত্র নয়, দলের ভালোর জন্যই জেলা কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com