মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ।।এসআই (নিঃ) মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। রাকিবুল হাসান (৩৩), পিতা-মোঃ মোস্তফা, মাতা-জয়বুন্নেছা, সাং-বালিয়া, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ খলিলুর রহমান, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, স্বপন আকন্দ, কামরুল হাসান, রাকিবুল আলম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। শাহজাহান কবির (), পিতা-মৃত আঃ ছালাম, স্থায়ী: (সাং- ৭নং পন্ডিত পাড়া অধ্যমা সাজ্জাত হোসেন এর বাড়ী ৩য় তলার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ সুজন (), পিতা-শাহাবুদ্দিন, স্থায়ী : (সাং- আকুয়া চৌরাঙ্গি মোড়,) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোখলেছ (), পিতা-মৃত: মজিবর, স্থায়ী: গ্রাম- ফাদিয়ার চর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোতালেব (), পিতা-মোখলেছ, স্থায়ী: গ্রাম- ফাদিয়ার চর (ফদিয়ারচর) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। মোঃ মাসুদ মিয়া (), পিতা-মোঃ নুরুল আমিন, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর টানপাড়া জিকেবি কলেজ রোড , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।