বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম। নির্বাচনে ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে এবং চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে ৬টিতে জয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা। অন্যদিকে, ঢাকার ১টি পদে এবং চট্রগ্রাম থেকে ৩টি পদে জিতেছেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ৩৫ পরিচালক পদে এবারের নির্বাচনে ঐক্য পরিষদের ৬ জন সহ মোট প্রার্থী ছিলেন ৭৬ জন।
শনিবার (৩১ মে) রাজধানী ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল, চট্টগ্রাম বে ভিউ’তে সকাল ৮:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামে মোট ১ হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩১ জন ভোট দেন – যা ভোটার উপস্থিতির হিসেবে প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৭টি এবং চট্টগ্রামে ২৫৪টি ভোট প্রদান করা হয়।
নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। অন্যদিকে, প্যানেল লিডার হিসেবে সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন ভোটার, প্রার্থী, বিজিএমইএ নির্বাচনী বোর্ড ও আপীল বোর্ডের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে তিনি নির্বাচনে পরিচালক পদে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজিএমইএ’তে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার দায়িত্ব দিয়ে গত ২০ অক্টোবর রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে বিজিএমইএ’তে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বানিজ্য মন্ত্রনালয়। সে অনুযায়ী জনাব আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে সুষ্ঠু ভোটার তালিকা প্রনয়নসহ বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭ সম্পন্ন হয়।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান পদে থেকে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ ইকবাল।