বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা। দুদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। মোহন কোত্রাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মোহন কোত্রা পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের।
দায়িত্ব নেয়ার পর প্রথমবার ঢাকা সফরে আসলেন ভারতের পররাষ্ট্র সচিব।