মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক
স্টাফ রিপোর্টার ।। চাকরি জীবনে আমি সততা ও কর্মনিষ্ঠা বজায় রেখেছি । বিমানে চাকরির সুবাদে আমাকে ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, সৌদিআরব, দুবাই, মিশর, মঙ্গোলিয়া, ওমান,তুরস্ক, স্পেন এবং যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশসমূহে যেতে হয়েছে। ৩০ এপ্রিল বুধবার সকালে মুঠো ফোনে এক সৌজন্য আলাপচারিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সদ্য পদোন্নত জেনারেল ম্যানেজার কামাল উদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, আমি গত ২৪ এপ্রিল পদোন্নতি প্রাপ্ত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তরে কর্মরত আছি । কামাল উদ্দিন আরো বলেন, আমি ১৯৯৪ সালের ২৫ আগষ্ট মটরট্রান্সপোর্ট অফিসার হিসেবে বিমানে যোগদান করি। পরে কর্মদক্ষতায় এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিমান এমটিতে, ম্যানেজার হিসেবে বিমানের এমটি এবং বিএফসিসিতে, ডিজিএম হিসেবে বিসেবে বিমানের পার্সোনেল, এইচআর,,এডমিন,বিপিসি এবং মটর ট্রান্সপোর্টে কাজ করি। কামাল উদ্দিন আহমেদ আরো বলেন,আমি কুষ্টিয়ার মধুপুরে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম মরহুম ডাক্তার লুৎফর রহমান। আমি হরিণারয়নপুর প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা, হরিনারায়ণপুর হাইস্কুলে মাধ্যমিক শিক্ষা, কুষ্টিয়া সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক এবং বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা শেষ করে বিমানে চাকরিতে যোগদান করি । কামাল উদ্দিন আহমেদ আরো বলেন, আমার দুই সন্তান । বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবছর EEE পাশ করেছে এবং ছোট মেয়ে মেডিকেলে থার্ড ইয়ারে পড়ছে । স্ত্রী একজন সুগৃহিনী। অপরদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার(জি,এম) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মধুপুরের সুশীল ব্যাক্তিবর্গ সহ কুষ্টিয়ার সুধীজনেরা কামাল উদ্দিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন ।